প্রকৃতি মা'র অঙ্গরাগ
জয়শ্রী কর
প্রকৃতি মা সাজে নিজে
দিন বদলের সাথে
পত্র পুষ্প দিয়ে
একান্তে নিরালাতে।
উপচার কোথা পাব
ফোটা ফুলে অঞ্জলি
'ক্ষমা করো নিজগুণে'
সাশ্রু নয়নে বলি।
রবির আলোয় জাগে
শাখায় গানের ভাষা
সেজে ওঠে ফুলে ফলে
অফুরান ভালোবাসা।
ঝরায় ফুলের রাশি
সবুজ ঘাসের পরে
আলপনা এঁকে যায়
কত সুখ অন্তরে।
ধূলিতে ধন্য প্রাণ
সুখ এসে দেয় ধরা
দোলা দিয়ে যায় মনে
জননী বসুন্ধরা।
© জয়শ্রী কর