প্রাকৃতিক শোভা
জয়শ্রী কর
চল হেঁটে যাই গাঁয়ের পথে
ও' পথ গেছে মাঠে
ভোরের আলো গায়ে মেখে
চাষিরা ধান কাটে।
শিশিরভেজা শীতল হাওয়া
বইছে ধীরে ধীরে
প্রভাতরবি মেলছে আঁখি
মেঘের বক্ষ চিরে।
সারাটা মাঠ এখন শুধু
সোনার ধানে ভরা
চাষির মুখে খুশির রেখা
হাসছে যেন ধরা।
নতুন ধানে ভরবে গোলা
বাঁধছে ধানের আঁটি
গৃহিণীরা ব্যস্ত ঘরে
করছে খুঁটিনাটি।
ধানের বোঝা বাঁকে নিয়ে
ফিরছে চাষি গাঁয়ে
ঝুমুর ঝুমুর আসছে আওয়াজ
যেন নূপুর পায়ে।