*## জয়শ্রী কর##
প্রাকৃতিক দৃশ্য
কুমির ভাসে জলে
বাঘ সিংহ ঘুরে বেড়ায়
গভীর বনাঞ্চলে।
বাঘ এসেছে কাছে
হরিণগুলো ছুটে পালায়
বানর চেঁচায় গাছে।
উড়ছে বকের সারি
আকাশে নেই মেঘের দেখা
চাইছে চাতক বারি।
মাছরাঙাটি ডালে
জলের দিকে নজর এখন
মাছ ভেসেছে খালে।
কিচিরমিচির পাখি
গাছে গাছে ফল পেকেছে
তাইতো ডাকাডাকি।