## জয়শ্রী কর##
প্রচন্ড দাবদাহ
দিনমণি বলল হেসে দিচ্ছি কড়া রোদ
দেখ এবারে হবেই হবে শত্রু প্রতিরোধ।
ভুবন মাঝে হবে এবার দেবীর আবির্ভাব
বিষণ্ণভাব ফেল রে মুছে দূর হবে অভাব।
দেখানা তোর করালী রূপ বলল চৈত্র মাস
তবেই পুড়ে খাক হবে ওই ভয়ঙ্কর ভাইরাস ।
মানব-মনে ঘোর অবসাদ ছড়ায় মারণ রোগ
দূষণ যদি না কমে তো নিরন্তর দুর্ভোগ।
আতঙ্কিত সারাবিশ্ব মানুষের মুখ ম্লান
দেবালয়ের দুয়ার বন্ধ, বন্ধ কলতান।
সূর্যালোকে ঘুচবে কালো কমবে রক্তচাপ
ফুটবে তখন চোখে মুখে প্রসন্নতার ছাপ।
ঘরে থাকো ভালো থাকো দূর কর সব ভয়
জয়ী আমরা হবই হব নেই কোনো সংশয়।