পরিত্যক্ত শিশু
জয়শ্রী কর
ঊষাকালে হাঁটি রোজ মেঠো পথ ধরে
কানে আসে শিশু-রব থামি ক্ষণতরে।
এদিক-ওদিক দেখি ঝোপে পাই সাড়া
গুটিগুটি পায়ে যাই রেখে কান খাড়া।
ফুটফুটে শিশু এক ছেলে নয় মেয়ে
আশেপাশে কেউ নেই পশু নেবে খেয়ে।
আরুণকিরণ মেখে শিশু যায় কেঁদে
নীশিথে কে ফেলে গেছে গায়ে কাঁথা বেঁধে।
শিশু দেখে কাঁদে প্রাণ কী হতো না এলে
রাখি ওকে স্নেহভরে, দেখে আঁখি মেলে।
শিশুটিকে কোলে নিয়ে ফিরে আসি ঘরে
দাদা বলে, 'এত দেরি, চোখে খুশি ঝরে।'
বুকে করে কী এনেছি, এই দেখ চেয়ে
কোথা থেকে নিয়ে এলি ফুটফুটে মেয়ে।
ঝরে যায় অকালেতে কত ফুল কুঁড়ি
হিসাব রাখে না কেউ তা যে ভূরিভূরি।