পরের বাসা
জয়শ্রী কর
চুপিসারে ডিম পেরে যায় ওই
কাকি বসে তা দেয় ডিমে কোকিলা আজ কই।
কোনোদিনই পায় না আভাস কাক
ছানা কি আর ডাকতে পারে কুহু কুহু ডাক?
এমনি ভাবে চলছে চিরকাল
কাকের বাসায় কোকিল ছানা চক্ষুদুটি লাল।
কুহুতানে উন্মনা হয় মন
যমুনাতে জল নিতে যায় রাধিকা তখন।
ছলাৎ ছলাৎ উঠছে জলের ঢেউ
পিছন পানে তাকায় রাধে ওখানে নেই কেউ।
চুপিসারে কুঞ্জবনে যায়
শ্যামের বাঁশি বেজে ওঠে ফুটফুটে জ্যোৎস্নায়।