পয়লা মে
জয়শ্রী কর
রৌদ্রে পুড়ে, বৃষ্টি ভিজে
করছে কারা কাজ?
ওরা দেশের কৃষক-শ্রমিক
প্রবঞ্চিত আজ।
শ্রমের মূল্য পায় না ওরা
ফেলে মাথার ঘাম
দেখেও মালিক দেয় না ওদের
পরিশ্রমের দাম।
কর্মীর প্রতি সহমর্মী
হওয়া প্রয়োজন
প্রাণের ঝুঁকি নিয়েও শ্রমিক
বাড়ায় উৎপাদন।
অন্নবস্ত্র জোগাড় করতে
কায়িক পরিশ্রম
কারখানা বা মাঠের কাজে
ওরাই পারঙ্গম।
কৃষক শ্রমিক সমাজবন্ধু
রুখবে অবক্ষয়
পহলা মে শ্রমিক দিবস
জয় শ্রমিকের জয়।