পিঁপড়ে কী বলে
জয়শ্রী কর
দুধের কড়া দইয়ের হাঁড়ি পিপীলিকার সারি
খেয়েদেয়ে পথটি ধরে ফিরবে তাড়াতাড়ি।
গন্ধ পেলে বুঝতে পারে খাদ্য কোথায় আছে
চুপিসারে দল বেঁধে সব পৌঁছে যাবে কাছে।
আবার কখন ঢুকে পড়ে কুঁজোর ঠান্ডা জলে
অতর্কিতে কামড় খেয়ে যন্ত্রণাতে জ্বলে।
ঘি-মধু আর গুড়ের হাঁড়ি শিকায় রাখি ভয়ে
হদিস পেয়ে ওরাও আসে সারিবদ্ধ হয়ে।
রাতের বেলা চিমটি কাটিস বিছানাতে শুলে
কেন তোরা এমন করিস বলনা আমায় খুলে।
ক্ষুদ্র বলে ভেবো নাকো বুদ্ধি খুবই খাঁটো
বাসা বাঁধার জায়গা কোথা, বৃক্ষগুলো কাটো।
কেমন করে প্রাণ বাঁচাবো রাখো তো সব ফ্রিজে
চার পায়াতে গণ্ডি টেনে ভরাও উদর নিজে।
ছোট্টো বলে মাড়িয়ে যাবে বুঝি না এর মানে
কেন এমন ঘটছে বলো পৃথিবীর সবখানে।