. ফুলের মেলা
জয়শ্রী কর
নদীর চরে ফুল ফুটেছে দেখবি যদি আয়
মৌমাছিরা গুনগুনিয়ে কীভাবে গান গায়।
জমেছে বেশ মিলনমেলা
বিহঙ্গেরা করছে খেলা
টুনটুনি আর মুনিয়াও ফুলের পরশ পায়।
রূপের ছটায় চক্ষু জুড়ায় মনমোহিনী বেশ
মানসপটে রাখতে ধরে তাকাই নির্নিমেষ।
কুঁড়িগুলো পাপড়ি মেলে
অলির সাথে হাসে খেলে
কেউ র'বে না তখন পাশে যখন দিনের শেষ।
বুলবুলিরা পাতার আড়ে করছে পরিচয়
মৌটুসীও ফুলকে পেয়ে মনের কথা কয়।
মালতি জুঁই চাঁপা বকুল
মোরগঝুঁটি ডালিয়া ফুল
রূপবতী প্রজাপতির হৃদয় করে জয়।
ইচ্ছে করে নদীর চরে বানাই কুঁড়েঘর
কুলু কুলু বইছে ধারা সিক্ত বালুচর।
লাগছে গায়ে শীতল বাতাস
মাথার ওপর সুনীল আকাশ
পাশাপাশি সরষে গাঁদা বরন মনোহর।