ফড়িং মামা
জয়শ্রী কর

আয় রে খুকু আয় রে খোকা
দেখবি যদি আয়
একা কেমন ফড়িং মামা
বসেই আছে ঠায়।

ধরতে গেলে দেয় না ধরা
বসে অন্য ডালে
আঁতকে ওঠে যেই বসেছে
খুকুমণির গালে।

জড়িয়ে ধরে খোকা শুধায়
রাতে কোথায় থাকে
ফড়িং হলে উড়ে যেতাম
আমায় ওরা ডাকে।

মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
যেতাম আমি দূরে
দিন ফুরোলে দেখতে তুমি
ফিরছি বাড়ি উড়ে।

কী ঘটবে তা পতঙ্গরা
আগে বুঝতে পারে
বাঁচিয়ে রাখে প্রকৃতি মা
যত্ন সহকারে।

পাখির মতো উড়ে বেড়ায়
বাতাসে অক্লেশে
হালকা গাঢ় নানান রঙে
দেখি মোহন বেশে।

© জয়শ্রী কর