# #জয়শ্রী কর#
ফাঁদ
ফাঁদে যখন আটকা পড়ে তখন সবার বুদ্ধি খোলে
মায়ের রাঙা চরণতলে নতশিরে পড়বে ঢলে।
বেরোবার পথ পায় না খুঁজে
পড়েই থাকে মুখটি গুজে
বাহির হবে কেমন করে আতঙ্ক তো ধরার কোলে।
ধরিত্রীমা'র রুষ্ট খুবই মানবজাতির অত্যাচারে
এসব কথা বলবে কারে ডুবছে ওরা অন্ধকারে।
কোলে সবাই যাচ্ছে নেচে
সহিষ্ণুতার বাঁ ধ ভেঙেছে
বুদ্ধিহীনের মতো ওরা নিজের পায়ে কুড়ুল মারে।