পেঙ্গুইন
জয়শ্রী কর
দখিন মেরুর আশেপাশে
পেঙ্গুইনের বাস,
জলে স্থলে শীতল হাওয়ায়
কাটায় বারোমাস।
হেলেদুলে হেঁটে বেড়ায়
শক্ত দুটি পা'য়,
নখে বরফ খামচে রাখে
পাছে পা হড়কায়।
সাহেব সেজে দাঁড়িয়ে যেন
নিপাট ভদ্রলোক,
পেটটি সাদা পিঠটি কালো
উজ্জ্বল দুই চোখ।
ডুবসাঁতারে ভীষণ পটু
শিকার করে মাছ,
হাঁটাচলার ভঙ্গিটি বেশ
করছে যেন নাচ।
© জয়শ্রী কর