পথের কথা
আসা-যাওয়ার পথের মাঝে নিত্য চলে লেনাদেনা
রাস্তা দেখে বোবা হয়ে কোনো পথিক অনেক চেনা।
দিবারাত্র অজস্র যান দাপিয়ে ছোটে পথের ওপর
খোল-চামড়ায় দগদগে ঘা কেউ রাখে না সেসব খবর।
_______
পথ
মানুষই পথ তৈরি করে প্রয়োজনে
য়কতরকম ব্যাকুলতা পথের মনে।
কভু হাসে কভু কাঁদে সময় কাটে অবসাদে
পথের ব্যথা, মনের কথা রয় গোপনে।
#জয়শ্রী কর