. করোনার বলি
পৃথিবীর সব দেশে রাশি রাশি শব
ক্ষণেক আগেও ছিল সরব মানব।
চিরঘুমে আঁখি বুজে
পাবে নাকো কেউ খুঁজে
পরিজন কাছে নাই আবাসে নীরব।
আগ্রাসী করোনা
করোনা করো না আর দুরন্তপনা
হৃদয়ে কি মোটে নেই দয়া এক কণা?
কেড়েছ অনেক প্রাণ
সহযোগী আমফান
মানুষের মনে আর দিয়ো না বেদনা।