. জমা জলে মাছের ঝাঁক
মন বসে না কোনো কাজে রিমঝিম ঝিম ঝরছে বারি
উঠোনজুড়ে স্রোতের টানে যাচ্ছে চলে পুঁটির সারি।
হাঁটুর ব্যথা ভুলে গিয়ে
নেমে গেলাম জালটা নিয়ে
ডুব দিয়ে মাছ পালিয়ে গেল ধরতে কি আর পারি?
এক বৃষ্টিতে প্লাবন
শ্রাবণধারা ডুবিয়ে দিল শহর-শহরতলি
প্রকৃতির এই বিরূপতায় মৌন হয়ে চলি।
জমা জলে করুণ দশা
বৃদ্ধি পাবে ডেঙ্গু মশা
অসুস্থতা বাড়বে এবার কারে এসব বলি।