.            কেড়ে নিল দুটি প্রাণ

   মায়ের সাথে যাচ্ছে মেয়ে কত আশা নিয়ে
  দুষ্কৃতীরা হাতালো ব্যাগ মাকে ঠেলে দিয়ে।
            বিহ্বল হয়ে ঝাঁপায় মেয়ে
              সহযাত্রী রইল চেয়ে
মা ও মেয়ে প্রাণ হারালো কোটা-য় যেতে গিয়ে।


               বরাত গেল খুলে
                  
কদম গাছে ঠ্যাং দুলিয়ে গাইছে দাদু গান
পাখপাখালি উড়ে এসে দিচ্ছে চুলে টান।
           দাদু বলে দাও-না তুলে
            যাবে তবে বরাত খুলে
তেলের খরচ যাবে বেঁচে, নাপিত ধরে কান!