. সতর্কতা
কাটা-ঘুড়ির হাতছানিতে হারায় কত প্রাণ
ফোঁটার আগে পড়ছে ঝরে সব আশা খানখান।
দুখের নেইকো শেষ
মায়ের হাপিত্যেশ
ঘটছে এমন দুর্ঘটনা, হও সবে সাবধান।
এখনও অটুট রং
তলে তলে হলেও বেশি দেখায় কিছু কম।
রূপসিদের পিছু ওড়ে কে দেয় জোগান দম!
মধুর লোভে এ’ফুল-ও’ফুল
হিসেবে সে করে না ভুল
কেষ্টঠাকুর পারে যদি সেও পারঙ্গম।