পলাশের মাস
জয়শ্রী কর

পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার
রঙেই রাঙা এখন ফাগুন
শাখায় শাখায় রঙের প্রলেপ
বনে যেন জ্বলছে আগুন।

ঋতুরাজের পরশ পেয়ে
কোয়েলাও পাগলপারা
শাখায় শাখায় আম্রমুকুল
প্রেমিক যুগল আত্মহারা।

কচিপাতায় খুশির ঝিলিক
শুকনো পাতার নূপুর বাজে
বসন্তিকার রঙের ছটায়
ভুবন এখন নতুন সাজে।

© জয়শ্রী কর