পলাশবনে এই ফাগুনে
জয়শ্রী কর

ফাগুন এল ডালে ডালে
বাঁশিতে সুর তালে তালে
বসন্ত আজ দ্বারে,
লাল পলাশের পাপড়ি গাঁথা
গাছের তলে গালিচা পাতা
কোয়েলা খোঁজে কারে।

কার ইশারায় কুসুম ফোটে
স্রোতের বেগে রসিক ছোটে
ফুলফাগুনের মেলা,
হাজির হল প্রভাতবেলায়
আনন্দময় এমন মেলায়
চলছে হোলিখেলা।

বিকেল বেলা পাতার কোলে
সোনা রোদের কিরণ দোলে
হৃদয়ে দেয় নাড়া,
ডাক দিয়েছে লজ্জাবতী
আসছে ভ্রমর প্রজাপতি
ওরা বাঁধনহারা।

কৃষ্ণচূড়া আবির ছড়ায়
আঁকছে ছবি রৌদ্র গড়ায়
অস্তরবি হাসে,
আকাশ নীলে ডাকাডাকি
ফিরছে নিড়ে সকল পাখি
পাখনা মেলে ভাসে।

© জয়শ্রী কর