পক্ষীরাজ
জয়শ্রী কর

খোকন যাবে শ্বশুরবাড়ি
পক্ষীরাজে চড়ে
নতুন বউকে আনবে আজই
জুঁইয়ের মালা পরে।

সানাই বাজে কাঁসর বাজে
বাজে শিঙা বাঁশি
মন চলে যায় পরির দেশে
অধরে তাঁর হাসি।

ছয় বেয়ারা যাচ্ছে নিয়ে
হুঁ-হুঁ-না গান গেয়ে
বর চলেছে টগবগিয়ে
পথের পানে চেয়ে।

পক্ষীরাজে আসছে খোকন
মা তো দেখেই খুশি
দুই বোনেতে ছোটাছুটি
বুলবুলি, মৌটুসি।