পাখপাখালির জলসা
জয়শ্রী কর
মগডালে ওই পাতায় ঝোলে বাবুইপাখির বাসা
নিপুণভাবে তৈরি করা দেখতে দারুণ খাসা।
তরজা গানের জলসা শেষে চলবে খানাপিনা
জোনাকআলোয় ঘর সাজানো ময়না বাজায় বীণা।
যোগ দিয়েছে শালিক-চড়াই দেখে দোয়েল খুশি
মিষ্টি সুরে গান ধরেছে বুলবুলি মৌটুসি।
সুরের দোলায় লক্ষ্মীপেঁচা বাজায় মোহনবাঁশি
ঘুঘু-ঘুঘির নৃত্য দেখে সবার সে কী হাসি।
বক আর সারস এক পা তুলে দাঁড়িয়ে দিঘির পাড়ে
পানকৌড়ির রকমসকম সবার নজর কাড়ে।
চতুর শেয়াল গাইছে খেয়াল নলখাগড়ার বনে
নেমন্তন্ন পায়নি বলে গাইছে আপন মনে।
দিনেরবেলা ঘুমিয়ে থাকে গর্তে ঝোপে ঝাড়ে
আঁধার রাতে বেরিয়ে পড়ে যায় না দেখা তারে।
বাবুই পাখির জলসা দেখে হৃদয়ে দেয় দোলা
মনের আবেগ পড়ছে ঝরে বাবুইরা দিলখোলা।
© জয়শ্রী কর