পাখপাখালির হাট
জয়শ্রী কর
বাড়ির পাশে ফলের বাগান
পাখপাখালির হাট,
সকাল হলেই কিচিরমিচির
পাশেই পুকুরঘাট।
হরেকরকম পাখি আসে
খেতে গাছের ফল,
বুলবুলি-মৌটুসী-টিয়া
সর্বদা চঞ্চল।
কিড়িক কিড়িক কাঠবেড়ালি
করছে পরিচয়,
দোয়েল ফিঙে বউ-কথা-কও
পাতার আড়ে রয়।
সুগন্ধি ও গন্ধবিহীন
ফোটে নানান ফুল,
প্রজাপ্রতি মৌমাছিরা
আলাপে মশগুল।
ওরাই আমার বন্ধু এখন
ওরাই আমার সই,
ঘাটে গেলেই গান শুনিয়ে
মনের কথা কই।
© জয়শ্রী কর