পাখি
জয়শ্রী কর
পাখির মতো পাখনা পেলে
চলে যেতাম বনে
উড়তে উড়তে গান শোনাতাম
তখন ক্ষণে ক্ষণে।
নদীর জলে কত বকুল
পড়ছে ঝরে ঝরে
ঝাঁকে ঝাঁকে উড়েছে পাখি
গন্ধ মোহিত করে।
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
মা যায় খাবার-খোঁজে
ছানাগুলো ভাবতে থাকে
মাতবে কখন ভোজে।
গড়লে বেলা ফিরবে নীড়ে
পাশেই জীবনসাথি
সুখে দুখে শিষ দিয়ে যায়
কাটায় গাছে রাতি।
আপন মনে সুদূর পানে
নয়ন মেলে দেখি
ভালোবাসার টানে পাখি
বাসায় ফিরেছে কি?
© জয়শ্রী কর