পদ্মা-সেতু - এক
জয়শ্রী কর

কে যাবি আয় সঙ্গে আমার
যাব পদ্মাপারে,
আলোকমালায় সুসজ্জিত
সেতু নজর কাড়ে।

ঝোলায় নেব খাতা কলম
হাঁটব লোকের ভিড়ে,
দু'চোখ ভরে দেখব সেতু
বসব পদ্মা-তীরে।

একই গানে মাতোয়ারা
কলকাতা আর ঢাকা,
সেতুর উপর যাচ্ছে ছুটে
ঘুরছে গাড়ির চাকা।

বেঁধে দিলেন বঙ্গমাতা
ভালোবাসার সাঁকো,
চলবে মানুষ স্বাধীনভাবে
বাধা থাকবে নাকো।

স্বপ্নপূরণ করল দেশের
দেশের অর্থ দিয়ে,
বাংলাদেশের যোগ্য নারী
বঙ্গবন্ধুর মেয়ে।

********

পদ্মাসেতু - দুই
জয়শ্রী কর

বিশ্ব-সাথে আজ পরিচয়
বাদল দিনে মন করে জয়।
বঙ্গবন্ধুর যোগ্য কন্যা
বাংলাদেশে খুশির বন্যা।

স্বপ্নপূরণ হল দেশের
হাসি ফুটলো জনগণের।
গড়ল সেতু পদ্মা-বুকে
প্রশংসা তাই মুখে মুখে।

বহিঃপ্রকাশ গর্ব উচ্ছ্বাস
হাসিনা গড়ল ইতিহাস।
মায়ের হাসি যায় না ভোলা
হৃদয়ে আজ দেয় রে দোলা।

নানা রঙের আলোর ছটায়
পদ্মা-সেতু ভুবন মাতায়।
সূর্য ডুবল জ্বলল আলো
ঘুচল এবার আঁধার কালো।

উদ্বোধনে আজ আগমন
সমারোহে হয় জাগরণ।
পল্লিগীতি একতারাতে
বিশ্ববাসীর হৃদয় মাতে।

© জয়শ্রী কর