ওরাও বন্ধু হয়
লাল-গামছা দেখে খুকুর
ডেকে ওঠে পাড়ার কুকুর
কী করে যে ফিরবে এখন বাড়ি,
গামছাখানি ওকেই দিয়ে
সাহস করে যায় এগিয়ে
সজাগ হয়ে দিল রাস্তা পাড়ি।
এ কী ব্যাপার আসছে ও' যে
এবার বুঝি খাবার খোঁজে
খুকুর ভীতি গেছে এখন কেটে,
গেটের ভিতরে যেতে দিল
রাতের দু'খান রুটি ছিল
যাহোক এবার পড়ল কিছু পেটে।
'গামছাখানি রঙিন দেখে
ক্ষ্যাপার মতো উঠি ডেকে
বুঝে গেলাম কত আপন তুমি,
স্নেহের ছোঁয়া লাগল মনে
স্থান পেয়েছি এই ভবনে
ইচ্ছে করে তোমার অধর চুমি।'
'উঠবি না তো আবার ঘাড়ে'
শুনেই কুকুর লেজটি নাড়ে
'এখন থেকে থাকবো পাশাপাশি,'
'বন্ধু হয়ে রইবি পাশে
এই বারতা চিত্তে ভাসে
সত্যি তোরে বড়ই ভালোবাসি।'
@ জয়শ্রী কর