ওরা ভগবান
জয়শ্রী কর
চেম্বারে ডাক্তার
কী সকাল কী দুপুর
যদি আসে ডাক তাঁর
পাড়ি দেয় বহুদূর।
নররূপী ভগবান
নাড়ি টিপে ধরে রোগ
মুখে হাসি অম্লান
সহৃদয় যোগাযোগ।
ছুরি-কাঁচি হাতে তাঁর
কেটেকুটে করে ফাঁক
ঘৃণা লাজ পরিহার
ভালো হলে নামডাক।
ইচ্ছা অনিচ্ছায়
রোগীরা করলে ভুল
ডাক্তার ধমকায়
অকূলে মিলায় কূল।
নিরলস চেষ্টায়
মুমূর্ষু পায় প্রাণ
তরি ভিড়ে কিনারায়
নতুন জীবন দান।