মনোমোহিনী জবা
জয়শ্রী কর
কী মনোমোহিনী শোভা
লাল টুকটুকে জবা
সবুজ পাতার আড়ে
যেন উঁকিঝুঁকি মারে।
প্রভাত আলোয় ফোটে
যেন আঁখি মেলে ওঠে
দোলা দেয় বায়ু এসে
কথা বলে ভালোবেসে।
সুধাময় সুর প্রাণে
নীরবে প্রবেশ কানে
মালি গিয়ে তুলে ফুল
শিষ দেয় বুলবুল ।
ইশারায় কাছে ডাকে
মালি বলে দেব মাকে
গাঁথব ফুলের মালা
সাজাব পূজার ডালা।
পরাব মায়ের গলে
পূজব নয়ন জলে
প্রেমমাখা মালাখানি
নেবে শ্যামা বুকে টানি।
© জয়শ্রী কর