# ও' মেয়ে
জয়শ্রী কর
ও' মেয়ে তুই যাবি কোথায়
নেইতো সাথে কেউ,
ভালো করে যায় না দেখা
কুজ্ঝটিকা ঢেউ।
বইছে জোরে হিমেল হাওয়া
এইতো সবে ভোর,
গায়েও নেই গরম পোশাক
ঠান্ডা লাগবে তোর।
থাকলে তো গা'য় দেবো আমি
বাসনমাজা কাজ,
ফুটপাতের ওই বস্তিতে বাস
কোথায় পাব সাজ।
এটা পরেই আসি ও যাই
এ'পথ দিয়ে রোজ,
মা ছাড়া আর কে বা নেবে
এই অভাগির খোঁজ।