কোভিড-উনিশ তুমি এদিকে এসো না
ভয়ঙ্কর, প্রাণঘাতী অসহ বেদনা।
হাতে হাতে এই রোগ সুদূরে ছড়ায়
অন্তরীণ জনগণ বড় অসহায়।
প্রকৃতির এ কী খেলা হব কি নিকেষ
লন্ডভন্ড ভূমণ্ডল চলে এর রেশ।
খাঁচার পাখির মতো আকুলিব্যাকুলি
জনশূন্য রাস্তাঘাট মুখে নাই বুলি।
নাকে মুখে জালি আঁটা পাছে ফোটে কাঁটা
জমায়েত হলে পরে ভয়ে কাঁপে গা-টা।
থেমে গেছে বাস-ট্রেন বন্ধ কারখানা
শিকল ভাঙার তরে কাজে যেতে মানা।
হবে কবে স্বাভাবিক যান চলাচল
করোনার ভয়ে ভীত জীবন অচল।
ভীষন ছোঁয়াচে রোগ আসে তেড়েফুঁড়ে
নিয়ন্ত্রিত চলাচল গোটা দেশজুড়ে।