নদী ছোটে আপন বেগে
জয়শ্রী কর

বাড়ির পাশেই কংসাবতী
কী অপরূপ শোভা
বর্ষাকালে জল থই থই
দারুণ মনোলোভা।

স্রোতের টানে কত কী যায়
থাকে গাছের পাতা
বইয়ের পাতায় লেখা আছে
নদীও এক মাতা।

নৌকা করে হই পারাপার
দারুণ মজা লাগে
নদীর চরে চড়ুইভাতি
কত স্বপ্ন জাগে।

গঙ্গানদী নামছে নীচে
গোমুখ গুহা থেকে
বাধা বিঘ্ন চূর্ণ করে
ছুটছে এঁকেবেঁকে।

প্রাণ ফিরে পাই নদীর জলে
লাগে কৃষি কাজে
গঙ্গা-পদ্মা-তিস্তা-তোর্সা
শক্তিদাতা মা যে।

দেশবিদেশে বহু নদী
সারা বিশ্বজুড়ে
যেদিক তাকাও দেখতে পাবে
কাছেপিঠে দূরে।

© জয়শ্রী কর