নির্যাতনের শিকার
জয়শ্রী কর
দিনদুপুরে নারী নির্যাতন
ফোটার আগে যাচ্ছে ঝরে কত-না জীবন।
হীনা নয় নারী বীরাঙ্গনা
জীবনযুদ্ধে অকাতরে সহে যন্ত্রণা।
জননীরা ভীষণ অসহায়
গৃহ হতে বিতাড়িত ভিন্ন আস্তানায়।
তবু অটুট জননীর আদর
মা জননী কল্লোলিনী সরসী নির্ঝর।