নীড়ে ফেরা
জয়শ্রী কর
সূর্য এখন ডুবু ডুবু
ফিরছে পাখি নীড়ে
রাখালছেলে গোরু নিয়ে
আসছে গোঠে ফিরে।
গাছে গাছে কিচিরমিচির
চলছে ডাকাডাকি
দিনের শেষে কুলায় ফিরে
স্বস্তি পেল পাখি।
মুখরিত ওই চত্বর
ওদের কোলাহলে
অসাধারণ শৃঙ্খলাবোধ
নিয়ম মেনে চলে ।
ঘরের মায়া বড় মায়া
আমরা সবাই জানি
মায়ের মতো আদর করে
নেয় সে বুকে টানি
দর্শনীয় স্থানে গেলে
আনন্দে মন ভরে
সুখে দুখে কষ্ট ব্যথায়
শান্তি আপন ঘরে।
® জয়শ্রী কর