বনানীর ফাঁক দিয়ে উঁকি মারে রবি
সোনালি আলোয় আঁকে কত ছায়াছবি।
সবুজ গালিচা পাতা সারা মাঠ জুড়ে
একজোড়া প্রজাপতি কোথা গেল উড়ে।
নিরিবিলি এই মাঠ নানা গাছে ঘেরা
পাখিদের কলরব শোনে তা কি ওরা।
না খেয়ে রয়েছে ওরা সারারাত ধরে
রবির আলোক পেলে তবে পেট ভরে।
ভিজে ঘাসে ঝিকিমিকি মুকুতার দানা
পাখি সব উড়ে যায় মেলে দুটি ডানা।
যেদিকে তাকাই দেখি সবুজের হাট
সোনা রোদে ঝলমল করে পথঘাট।
শীতল পরশ দিয়ে জীবন বাঁচায়
শরীর আরাম পায় গাছের ছায়ায়।