নেতাজি সুভাষচন্দ্র
জয়শ্রী কর
ভারতমাতার পায়ের বেড়ি
ভাঙার জন্য দিলেন ডাক
দেশের মানুষ তুলল আওয়াজ
বৃটিশশাসক নিপাত যাক।
তোজোদৃপ্ত দৃঢ় চিত্ত
দেশের জন্য কঠিন পণ
মায়ের জন্য দিতে প্রস্তুত
তুচ্ছ জীবন বিসর্জন।
সহযোগী আজাদ হিন্দ ফৌজ
যুবা -যূনী সব শামিল
সত্যিকারের সংগ্রামী মন
ভারতবর্ষে নয় অমিল।
হয়নি বিফল তাঁর সংগ্রাম
কণ্ঠে বন্দে মাতরম
স্বাধীন হল ভারতবর্ষ
ঝরল রক্ত নয়কো কম।