নেতাজি সুভাষ চন্দ্র বসু
জয়শ্রী কর
জীবনের ধ্যান জ্ঞান চাই স্বাধীনতা
হৃদয়ে ছিল না তাঁর কখনো হীনতা।
এক মন এক প্রাণ নেতাজি সুভাষ
ব্রিটিশের রুদ্ররোষ, হলো কারাবাস।
স্বদেশ-সেবাই ব্রত মা যে পরাধীন
জীবনমরণ পণ কার্য সুকঠিন।
আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক
চেতনার বহ্নিশিখা ধারক বাহক।
ত্রিবর্ণ পতাকা স্বপ্ন, ভারত সন্তান
সমস্যাসঙ্কুল পথে শুরু অভিযান।
নেতাজি দেখায় দিশা যেন ধ্রুবতারা
অবিসংবাদিত নেতা জানে বিশ্ব সারা।
সুমহান কর্মবীর গরিমা অম্লান
স্বদেশবাসীর চিত্তে চির জ্যোতিস্মান।