নারী যেন দশভুজা
জয়শ্রী কর
দশভুজার মতোই নারীর সর্বদিকে নজর রয়
তবুও তার ঘরে বাইরে নিপীড়িত হবার ভয়।
নারী হলো মাতা জায়া বিপদে দেয় সান্ত্বনা
পাপীতাপি সবার জন্য মায়ের নিত্য প্রার্থনা।
এ সংসারে কেবল নারীই আস্থাভাজন কান্ডারি
মমতাময় কোমল করে মাথার ওপর দেয় বারি।
নরনারী কেউ একা নয় উভয়েই তো সৃজনশীল
সৃষ্টি এ তো বিধাতার দান গঠনতন্ত্রে মিল আমিল।
স্নেহময়ী মা জননী মেটায় সবার পিপাসা
শত শোকে দুঃখ কষ্টে হাত বুলিয়ে দেয় আশা।
রাস্তাঘাটে কোথাও যেন না হানি হয় নারীর মান
অরুন্ধতী-গার্গী-খনা ওদের কীর্তি হয়নি ম্লান
প্রাচীনকালেও দেশে হত নারীকন্ঠে মন্ত্রপাঠ
আকাশে জয়যাত্রা এখন দাপিয়ে বেড়ায় খেলার মাঠ।
জীবনযুদ্ধে নারীকে আর তুচ্ছ ভাবার নেই কারন
সংশোধিত কর মনকে পুরুষ তুমি আজ এখন।
© জয়শ্রী কর