নদীর বাঁধে বাঁধে ঘর
জয়শ্রী কর

একটানা বৃষ্টিতে
নদীতে প্লাবন
গ্রামবাসী অসহায়
ব্যথাতুর মন।

ঘরবাড়ি ধসে গেলে
বাঁধে বাঁধে ঘর
চারিদিক ডুবে যায়
বাঁধ নির্ভর।

বেড়ে যায় দুর্ভোগ
রোগে কাতরায়
কত লোক কলেরাতে
জীবন হারায়।

জল নেমে গেলে ফিরে
গড়ে কুঁড়েঘর
অভাবের তাড়নায়
কাটায় প্রহর।

পৈতৃক ভিটা ছেড়ে
কোথা যাবে আর
মেনে তো নিতেই হবে
প্রকৃতির মার।

© জয়শ্রী কর