নদেয় এলো বান
জয়শ্রী কর
অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদেয় এল বান
ঘন ঘন বজ্রপাতে উঠল কেঁপে প্রাণ।
ভয়ে কাতর মানব হৃদয়
শস্য কি আর অক্ষত রয়
স্রোতের টানে ভেসে গেছে সাধের কুটিরখান
অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদেয় এল বান।
অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদেয় এল বান
প্রাণীকুলের করুণ কান্না গায় না পাখি গান।
ধ্বংসলীলা যত বাড়ে
মরছে তত অনাহারে
আঁধারভরা জীবনমাঝে প্রভুর কৃপা দান
অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদেয় এল বান।
অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদেয় এল বান
চাতকের ন্যায় চেয়ে থাকে কে বাঁচাবে জান।
কে দেখাবে পথের দিশা
মেটাবে কে জলের তৃষা
দূর আকাশের পানে চেয়ে কোথায় পরিত্রাণ
অবিশ্রান্ত বৃষ্টিপাতে নদেয় এল বান।
© জয়শ্রী কর