ফেলে আসা দিন
হারানো দিন আসবে না আর ফিরে
কাটত সুখে ভালোবাসার নীড়ে।
মনের কোণে সে'সব ছবি আঁকা
একটা ঘরে সবার সাথে থাকা।
স্মরণীয় মুহূর্ত
যারা আমার সহপাঠী এখন কোথায় তাঁরা
জানতে বড় ইচ্ছে করে হৃদয়ে দেয় নাড়া।
টিফিন হলেই যেতাম ছুটে কিনতে ছোলাভাজা
খেলাধুলোয় সবার আগে, সর্বদা তরতাজা।
*জয়শ্রী কর