মুখোশ

রেহাই পাবার একটি উপায় থাকতে হবে ঘরে
বাইরে গেলেও রইতে হবে ছ'ফুট দূরে সরে।
তাইতো সবাই মুখোশ এঁটে ঘুরছে পথেঘাটে
কোভিদ-উনিশ ধরলে পরে পড়বে মারা মাঠে।

মুখোশের আড়ালে

মুখোশে মুখটি ঢাকা চেনা মনে হয়
কাছাকাছি যেই এল পাই পরিচয়
তুমি তো লতিকা সেন থমকে দাঁড়ায়
চিনতে পেরেছ তবে, থাকি তো পাড়ায়।

@জয়শ্রী কর