মুছে দাও আঁধার কালো
জয়শ্রী কর
জগৎ মাঝে ব্যথিতেরে
দেখাও আশার আলো,
হৃদয় হতে দূর হোক গ্লানি
দূর হোক যত কালো।
প্রত্যহ তো গাইছে সুরে
সাজায় ফুলের অর্ঘ্য
নীরব ব্যথায় অশ্রু ঝরে
খোঁজে কোথায় স্বর্গ।
বিশ্বজনের হৃদয় মাঝে
দাও হে প্রাণের স্পর্শ
মায়াভরা অপার স্নেহ
জাগাক মনে হর্ষ।
পথের দিশা দেখাও প্রভু
তুমিই দুঃখহারী
দূর করে দাও যত বিদ্বেষ
জীবে দাও প্রেমবারি।
প্রেম প্রীতি আর ভালোবাসা
ধন্য জীবন-মরণ
পারের কড়ি নাইরে আমার
শরণ তোমার চরণ।
© জয়শ্রী কর