মৃত্যুমিছিল
জয়শ্রী কর
করোনা তুই আবার এলি ফিরে
জ্বলছে চিতা শ্মশান-নদী তীরে ।
লাশের ওপর লাশ জমা হিমঘরে
দীর্ঘ সময় মেঝেতে রয় পড়ে।
কবরস্থানেও বিশাল লাইন মৃতের
শূন্য পুরি এ কী খেলা ভবের।
ভোটের প্রচার ভীষণ চড়া সুরে
মরছে মানুষ সারা বিশ্বজুড়ে।
স্বাস্থ্যবিধির নেই সুরক্ষা পাঁচিল
মাস্ক না পরে চলছে মিটিং মিছিল।
অকারনে ঘূর্ণাবর্তে পড়ি
নিজের কবর নিজেই খুঁড়ে মরি।
অর্থ, প্রভাব থেকেও মানুষ নিঃস্ব
চোখের সামনে ভাসছে করুণ দৃশ্য।
মুহুর্মুহু মৃত্যুর হাতছানি
আগুন নিভবে কবে কেউ না জানি।