মনপাখি
জয়শ্রী কর
মনপাখিটা বলল আমায় চলনা ঘুরে আসি
কোথায় যাবি, যাব দিঘায়, সাগর ভালোবাসি।
সবেগে ঢেউ আছড়ে প'ড়ে ভাঙছে অবিরত
তীরে এসে যাচ্ছে ফিরে তখন মাথা নত।
ভালোবাসার টানে আসি একটু কাছে থাকা
মেঘবালিকা আঁকছে ছবি যায় না ধরে রাখা।
আকাশ বাতাস পাগলপারা ঝাউয়ের শোভা দেখে
হৃদয় আমার মেতে ওঠে খুশির পরশ মেখে।
মেঘের বুকে আলোর ছটা পড়ছে সাগর বুকে
ঝলমলিয়ে উঠছে সাগর খেলছে আপন সুখে।
সাগরতীরে বালুচরে লাল কাঁকড়ার বাসা
মনমোহিনী রূপের মোহে বারেবারেই আসা।