মনকে বোঝাই
জয়শ্রী কর
মনকে বলি আমারে তুই দিসনে অমন নাড়া
তাড়াহুড়ো করিস না রে দাঁড়া, একটু দাঁড়া।
মেঘের মতো হৃদয় আমার কান্নাহাসিভরা
কখনো বা বৃষ্টি ঝরে আবার চলে খরা।
যখন ওঠে প্রভাতরবি আকাশ জুড়ে হাসি
তখন আমার পূর্ণ হৃদয় পুলক রাশি রাশি।
যখন আমি বাজাই বাঁশি জ্যোৎস্নাধারায় ভেসে।
হারাই আমি নির্নিমেষে লক্ষ তারার দেশে।
আড়ম্বরহীন খুব সাধারণ, থাকি সবার মাঝে
পাখিরা গান শোনায় আমায়, ব্যস্ত তখন কাজে।