মজার ছড়া
জয়শ্রী কর
হৃদয় আমার ভরে গেল
গন্ধরাজের গন্ধে
মন-রাঙানো শব্দ খুঁজি
লিখছি ছড়া ছন্দে।
অবলীলায় পথ চলেছে
যদিও সে খঞ্জ
একতারাতে গান ধরেছে
পাড়ার নিখিল ভঞ্জ।
এক হাতে তার একতারা আর
অপর হাতে যষ্টি
শ্বশুরবাড়ি যাচ্ছে এখন
সারতে জামাইষষ্ঠী।
শাশুড়ি-মা পথ চেয়ে রয়
যত দূর যায় দৃষ্টি
জামাই যে তার ভিজে যাবে
নামলে অঝোর বৃষ্টি।
© জয়শ্রী কর