মিষ্টি নরম রোদ
জয়শ্রী কর

আয়রে তিন্নি আয়রে রিন্নি
যাব আমরা মাঠে
সকালবেলা নরম রোদে
চাষিরা ধান কাটে।

ঘাসে ঘাসে জমা শিশির
লাগবে সবার পায়ে
হিমেল হাওয়ায় হিমের কণা
জড়িয়ে যাবে গায়ে।

ছেলেবেলায় কতনা দিন
করেছি মাতামাতি
নদীর চরে গাছের তলায়
জমত চড়ুইভাতি ।

খোলা মাঠে ওড়াবো ঘুড়ি
দেখব পাতার হাসি
নীল আকাশে উড়বে ঘুড়ি
পুলক রাশি রাশি।

কাটাকাটি খেলিস যদি
কাটবে কারও ঘুড়ি
রাখছি বলে কাঁদলে দেব
বগলে সুড়সুড়ি।

বিকেলবেলা পড়ন্ত রোদ
রাখাল ছেলের বেনু
মধুর সুরে উঠবে বেজে
ফিরবে ঘরে ধেনু।

© জয়শ্রী কর