মেঘবালিকা
জয়শ্রী কর
মেঘবালিকা জল না দিয়ে
যাচ্ছে উড়ে উড়ে
ধরার বুকে গাছগাছালি
মরছে মাথা কুড়ে।
ওদের লীলা ওরাই বোঝে
যখন সেজে ওঠে
আকাশ চিরে আলোর রেখা
বিবিধ রূপ ফোটে।
আয় বৃষ্টি ঝমঝমিয়ে
কদম-কেয়া ফুলে
মনের সুখে কোকিল ডাকে
দুখের কথা ভুলে।
ফুলকাননে গাইছে অলি
দেবে প্রেমের ছোঁয়া
পৃথিবীকে গ্রাস করেছে
গরলভরা ধোঁয়া।
© জয়শ্রী কর