* ## জয়শ্রী কর##
মায়ের সাজান বাগান
ডালে ডালে মাণিক জ্বলে
দেখবি যদি আয় রে চলে
ছ'মাস আগে মায়ের হাতে লাগান এই গাছ,
রোজ বিকেলে মায়ের সাথে
জল দিতে যাই ঝারি হাতে
কখনো মা বলতো আমায় ঘাসগুলো তুই বাছ।
হরেক রকম ফলত ফসল
লংকা-বেগুন-ঢ্যাঁড়স-পটল
কাঠি পুঁতি শসার কাছে, ওদিকে পুঁইশাক,
ছুটির দিনে ঝুড়ি ভরে
আনত তুলে সবজি ঘরে
গর্ত ভরে কড়াই দিতাম মা ঘোরাতে চাক।
বাবার গাছের আম্রপালি
কোনো বছর যায়নি খালি
সবার আগে উঠেই আমি কুড়িয়ে নিতাম আম,
ঘরের পাশে ফলের বাগান
উঠত পাকা কাঁঠালের ঘ্রাণ
স্কুলে গিয়ে গাছের তলায় কুড়িয়ে খেতাম জাম।
টগর-বেলী-যূথী-কাঞ্চন
বৃষ্টিতে পায় নতুন জীবন
প্রজাপতি ভ্রমর যুগল খুশিতে মশগুল,
দোয়েল-ফিঙে জুড়াত প্রাণ
প্রতিদিনই তুলত তুফান
চাঁপা ফুলের কুঁড়িগুলো যেন কানের দুল।
দাঁড়িয়ে আছে উঠোন পাশে
শিউলি-সুবাস আজও ভাসে
বাতাস এসে কানে কানে কী যে কথা কয়,
লাস্যময়ীর কানাকানি
ফোটে মুখে মধুর বাণী
গোলাপ-চাঁপা-মালতী-জুঁই সদা হাস্যময়।