অ-আ-ক-খ শেখার জন্য পাঠশালাতে যাই
বর্ণপরিচয়ের পাতায় স্বপ্ন খুঁজে পাই।
মাতৃভাষা মায়ের ভাষা সহজ ও সরল
শিশুরাও তাই সাবলীল খুশিতে ঝলমল।
ভারত আমার জন্মভূমি বাংলা মাতৃভাষা
আঁকতে পারি পাখির কূজন, মায়ের ভালোবাসা।
অরুণ-আলোয় পাখির ডানায় খুশির তুফান ওঠে
চোখে মুখে আনন্দ তাই ফুলের মতো ফোটে।