*##জয়শ্রী কর##
মায়ের আঁচল খুঁজি
মা যে আমার বুদ্ধিমতী
অশেষ গুণের অধিকারী
হস্তশিল্পে পারদর্শী
মহীয়সী দক্ষ নারী।
বারেবারে বলতো আমায়
নিজের কর্ম করে যাবি
শরীরকে না রাখলে ভালো
পরে ভীষণ কষ্ট পাবি।
মায়ের হাতের নকশি কাঁথা
সযতনে আজও রাখা
যায় না ভোলা মায়ের আঁচল
অনেক স্মৃতি আছে আঁকা।
মায়ের কেনা খোঁপার কাটা
সোনার বালা হাতের চুড়ি
কৌটা খুলে আজও দেখি
সুতোর তৈরি ষষ্ঠী-ডুরি।
দোলায় বসে দুলত রোজই
দোলে না আর বারান্দাতে
সন্ধে হলে তুলসীতলায়
যায় না তো মা প্রদীপ হাতে।
কোথায় পাব মায়ের স্নেহ
ইচ্ছে জাগে পাই কেমনে
স্নেহ মাখা আঁচলখানি
জড়িয়ে বসি মায়ের সনে।